Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী ভাবে যাবেন

সড়ক পথে

ঢাকা হতেঃ ঢাকা-রাজশাহী মহাসড়ক পথে ঢাকার কল্যানপুর বাসস্ট্যান্ড হতে রাজশাহীস্থ শিরোইল বাসস্ট্যান্ডে নামতে হবে। দূরুত্ব ২৭০ কিলোমিটার।

ভাড়া - ৪৫০/-(নন এসি)

         ৮০০/- বা ১০০০/-( এসি)

শিরোইল বাস স্ট্যান্ড হতে নগর ভবনের সামনে দিয়ে গ্রেটার রোড হয়ে লক্ষ্মীপুর মোড়, লক্ষীপুর মোড় হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত গলিতে হোল্ডিং নং ৩০১ (৩য় তলা),কাজীহাটা, রাজপাড়া, রাজশাহীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ে অবস্থান।

দূরুত্বঃ ৬ কিলোমিটার, ভাড়াঃ ১৫/-( অটোরিক্সা)

রাজশাহী থেকে

রাজশাহী শহরের সার্কিট হাউজ থেকে সি এন্ড বি মোড় হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত গলিতে হোল্ডিং নং ৩০১ (৩য় তলা),কাজীহাটা, রাজপাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের অবস্থান।

 

রেলপথ 

ঢাকা হতে আন্তনগর সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস যোগে রাজশাহী রেল ষ্টেশনে নেমে ১৫/- টাকা অটোরিক্সা ভাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ে যাওয়া যায়।